কখনো লক্ষ্য করেছেন, আমাদের দেশে যত বড় বা যতই নৃশংস জঙ্গি হামলা হোক না কেন, এক শ্রেণীর মানুষ খুব ইনিয়ে বিনিয়ে বলতে চেষ্টা করেন যে এইসব হামলার পেছনেও নাকি কিছু যুক্তিযুক্ত কারণ বিদ্যমান। কেউ ধর্মের দোহাই দেন, কেউবা নিরীহ জনগণের। সম্ভবত সমাজ-আইন ইত্যাদির কারণে সরাসরি সমর্থন দেখাতে পারেন না কিন্তু তাদের কথার হাবেভাবে ঠিকই উথলে পড়া আদর-স্নেহ লক্ষ্য করা যায় এইসব ঘৃণ্য জঙ্গিদের প্রতি।
একটু আশেপাশে তাকালেই আপনি এরকম অনেক মানুষ দেখতে পাবেন। এরকম ধ্যানধারণাও কিন্তু আজকের জঙ্গিবাদের পেছনে কম দায়ী নয়!!!
[সৌজন্যে: ভাই-বন্ধু এন্টারটেইনমেন্ট]
Advertisements