চলতি সংসদে যারা দ্বিতীয় বা তার চেয়ে বেশি বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দ্বিতীয় বারের মতো সাংসদ হয়েছেন তাদের সম্পদের হিসাবের তুলনা থাকছে সাংসদের সম্পদ নামের এই সিরিজে। আজ থাকছে ঢাকা-১ আসনের ২০০৮ সালের সাংসদ এবং ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতাকারী আবদুল মান্নান খানের সম্পদের হিসাব।
সূত্র: নির্বাচন কমিশন
ঢাকা-১: ইনফোগ্রাফে এমপি সালমা ইসলামের সম্পদের তুলনা
Advertisements
Mannan Khan lost the election in 2014. He is not an MP anymore.
LikeLike
ফাইয়াজ জামাল, ভুলবশত মান্নান খানকে চলতি সংসদের সাংসদ উল্লেখ করায় আমরা দুঃখিত।
২০১৪ সালের নির্বাচন মিলিয়ে অন্তত দুবার সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং দুবার সাংসদ নির্বাচিত হওয়া ব্যক্তিদের সম্পদের তুলনা নিয়ে এই সিরিজের ইনফোগ্রাফগুলো তৈরি করা হচ্ছে। মান্নান খান ২০০৮ সালে সাংসদ ছিলেন। ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি সালমা ইসলামের কাছে হেরে যান।
আপনাকে অনেক ধন্যবাদ।
LikeLike